ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেকর্ড করা হয়েছে সিইসির ভাষণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ১০ ডিসেম্বর ২০২৫  
রেকর্ড করা হয়েছে সিইসির ভাষণ

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রায় আধা ঘণ্টা ধরে ভাষণ রেকর্ড করা হয়।

আরো পড়ুন:

এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। তিনি জানান, নির্বাচন-পূর্ব সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে সিইসি ও অন্যান্য কমিশনাররা একত্রে বসে তফসিল ঘোষণার সময়সূচি চূড়ান্ত করবেন।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের ধারাবাহিক কার্যক্রমে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অর্থবহ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়