ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তুমিহীনা’ গানে ভিন্ন নদী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:৪৫, ১১ ডিসেম্বর ২০২৫

মিষ্টি গায়কি ও হৃদয়ছোঁয়া সুরের সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী। এবার শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন নতুন উপহার—নতুন একক গান ‘তুমিহীনা’। বুধবার (১০ ডিসেম্বর) শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। 

গানটির কথা লিখেছেন নদী। তাকে লেখায় সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা। সুর করেছেন নদী ও হৃদয় হাসিন, আর সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। রিদম প্রোগ্রামিংয়ে ছিলেন সায়েম রহমান। ‘তুমিহীনা’ গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। এতে মডেল হয়েছেন শিল্পী নদী নিজেই। 

আরো পড়ুন:

নতুন গান নিয়ে নদী বলেন, “এই গান আমার কাছে অনেক বিশেষ। নানা কারণে আমরা শিল্পীরা সবসময় নিজের পছন্দমতো কাজ করতে পারি না। কিন্তু এবার একেবারে নিজের ভালো লাগাকে কেন্দ্র করেই ‘তুমিহীনা’ করেছি। কথা, সুর, অ্যারেঞ্জমেন্ট থেকে ভিডিও নির্মাণ—সব জায়গায় আমার নিজের অনুভূতি ও পছন্দকে গুরুত্ব দিয়েছি। নিজের ভালো লাগার একটি কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।” 

ভালো লাগার কথা জানিয়ে নদী বলেন, “গানটি একটু ভিন্ন আঙ্গিকের, তাই হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি এমন গানই করতে চেয়েছি বহুদিন ধরে। কোনো গান আমার ব্যক্তিত্বের সাথে মানিয়ে না নিলে আমি গাইতে পারি না। সেদিক থেকে ‘তুমিহীনা’ পুরোপুরি আমার মতো—যেমন আমি, তেমনই এই গানটি।” 

শ্রোতাদের উদ্দেশে নদী বলেন, “আপনারাই একজন শিল্পীর কাজকে বাঁচিয়ে রাখেন ভালোবাসা ও উৎসাহ দিয়ে। ‘তুমিহীনা’ আমার খুব প্রিয় একটি কাজ। শুনবেন, মতামত জানাবেন।” 

‘তুমিহীনা’ গানটি নির্মিত হয়েছে শিল্পীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘নদীমাতৃক প্রোডাকশন’ এর ব্যানারে। ইউটিউব ছাড়াও গানটি শোনা যাবে, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি–বিদেশি বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। 

এর আগে নদীর গাওয়া ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’ এবং ‘পোড়ামন ২’ সিনেমায় গাওয়া ‘সুতো কাটা ঘুড়ি’ শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়