ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে চিঠি পাঠালো ইসি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি কঠোরভাবে পালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।
চিঠিতে জানানো হয়, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত ‘মোবাইল কোর্ট আইন- ২০০৯’ এর আওতায় সারাদেশের প্রতিটি উপজেলা ও থানা এলাকায় ন্যূনতম দুজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
নির্বাচনি আচরণবিধি প্রয়োগ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং মাঠপর্যায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এ জন্য প্রয়োজনীয় জনবল ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা চেয়ে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
ঢাকা/এএএম//