ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে চিঠি পাঠালো ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৪২, ১১ ডিসেম্বর ২০২৫
ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে চিঠি পাঠালো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি কঠোরভাবে পালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী  ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

আরো পড়ুন:

চিঠিতে জানানো হয়, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত ‘মোবাইল কোর্ট আইন- ২০০৯’ এর আওতায় সারাদেশের প্রতিটি উপজেলা ও থানা এলাকায় ন্যূনতম দুজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

নির্বাচনি আচরণবিধি প্রয়োগ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং মাঠপর্যায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এ জন্য প্রয়োজনীয় জনবল ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা চেয়ে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়