প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৩ লাখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইলেকশন কমিশনের (ইসি) ওয়েবসাইট অনুযায়ী, তিন লাখ ১০ হাজার ১২৭ জন প্রবাসী ভোটার ইতিমধ্যেই নিবন্ধিত হয়েছেন।
গত ৯ডিসেম্বর থেকে প্রবাসীদের ঠিকানায় ভোটব্যালট পাঠানো শুরু করেছে ইসি। দেশের বাইরে থাকা ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরবে ৮৫ হাজার ১৫৬ জন। কাতার থেকে নিবন্ধন করেছেন ২৫ হাজার ৫৪২ জন, যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার ৭৮২ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২০ হাজার ৮২ জন, মালয়েশিয়া থেকে ১৮ হাজার ৫৭৫ জন, সিঙ্গাপুর থেকে ১৫ হাজার ৩৭৯ জন, যুক্তরাজ্য থেকে ১৩ হাজার ৬৬৬ জন এবং ওমান থেকে ১২ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার আবেদন করেছেন।
অন্যান্য দেশ যেমন ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালদ্বীপ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া বাহরাইন, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, স্পেন, নিউজিল্যান্ডসহ আরো বিভিন্ন দেশ থেকেও প্রবাসীরা অংশ নিচ্ছেন।
এবারই প্রথমবার আইটি-ভিত্তিক পোস্টাল ভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট প্রক্রিয়ায় নিয়োজিতরা অংশ নিতে পারবেন। নিবন্ধনের প্রক্রিয়া ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
নিবন্ধন চলমান দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।
ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় ভোটব্যালট ডাকযোগে পৌঁছে দেওয়া হবে। ভোটাররা ভোট দিয়ে রিটার্ন খামে ফেরত পাঠাবেন। সংস্থা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি গ্রহণ করছে। এ লক্ষ্যে প্রবাসী ভোটারদের সংখ্যা ৫০ লাখ টানার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।
ঢাকা/এএএম/এসবি