ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জ-১

বিএনপির প্রার্থী বদল চেয়ে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১১ ডিসেম্বর ২০২৫  
বিএনপির প্রার্থী বদল চেয়ে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন একদল নারী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কালীবাড়ি মোড় এলাকায় মুক্তমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নারীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

এর আগে, একই দাবিতে বিএনপির মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থী যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পাশাপাশি মশাল মিছিল কর্মসূচি পালন করেন।

মনোনয়ন বঞ্চিতরা হলেন- সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম।

এই পাঁচজনের বাইরেও মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ করছেন অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানী।

ঢাকা/রুমন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়