ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে ‘ভোটের গাড়ি’র প্রচারণা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৪৪, ২৪ ডিসেম্বর ২০২৫
পটুয়াখালীতে ‘ভোটের গাড়ি’র প্রচারণা

পটুয়াখালী শহরের ঝাউ বাগান সংলগ্ন হৃদয় তড়ুয়া চত্বরে প্রচারণা চালিয়েছে ভোটের গাড়ি

ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন করতে পটুয়াখালীতে প্রচারণা চালিয়েছে ‘ভোটের গাড়ি’।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় জেলা শহরের ঝাউ বাগান সংলগ্ন হৃদয় তড়ুয়া চত্বর থেকে প্রচারণা শুরু হয়। রাত ১১টা পর্যন্ত চলে প্রচরণা। 

আরো পড়ুন:

আরো পড়ুন: গণভোটে বিপুল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার

এসময় মাইকের মাধ্যমে ভোটের তারিখ, ভোট দেওয়ার নিয়ম ও ভোটের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বড় স্ক্রিনে জুলাইয়ের ঐতিহাসিক পটভূমি, সচেতনতামূলক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট প্রদান, সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্ব, গণভোটের প্রয়োজনীয়তা এবং গণতন্ত্রে নাগরিক দায়িত্বের বিষয়গুলো সম্পর্কে ভোটারদের জানানো হয়। পরে মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়। 

ভোটকেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সারা দেশে প্রচারাভিযান চালনো হবে বলেও তারা জানান।

আরো পড়ুন: বিকেলে ‘ভোটের গাড়ি’র প্রচার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকার নতুন ভোটার সোনিয়া বলেন, “সন্ধ্যায় বান্ধবীরা শহীদ মিনারে ঘুরতে এসেছিলাম। দেখলাম, পাশেই বড় একটি গাড়ি এসেছে। সেখানে দাঁড়িয়ে সবাই মিলে কীভাবে গণভোট দিতে হবে সেটা জেনেছি এবং মনমাতানো কনসার্ট উপভোগ করি।” 

লঞ্চঘাট এলাকার সোহেল হোসেন বলেন, “ভোটের গাড়ি আসার পর বন্ধুরা মিলে কনসার্টে অনেক মজা করেছি। দারুন আয়োজন করেছে সরকার। আমরা কীভাবে কেন্দ্রে গিয়ে ভোট এবং গণভোট দিতে হবে সে সম্পর্কে জেনেছি।”

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়