ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ২ 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২৮ ডিসেম্বর ২০২৫  
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ২ 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মিয়ানমারে পাচারকালে ৭৭০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় তারা পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করে।

শনিবার (২৭ ডিসেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- ভেওলা মানিক চরের বহদ্দারহাট এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাহউদ্দিন (৩৮) ও কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়া এলাকার মোহাম্মদ সাফির ছেলে নূর মোহাম্মদ (৫২)।  

কোস্টগার্ড সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। একটি বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহনকৃত ৭৭০ বস্তা সিমেন্ট জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা। আটক করা হয় দুইজনকে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাঁচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়