দল ছাড়লেন চট্টগ্রামের এনসিপি মনোনীত প্রার্থী মীর আরশাদ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
মীর আরশাদুল হক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন দলটির কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক। তিনি দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে চট্টগ্রাম ১৬ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাখ্যান করে নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মীর আরশাদুল হক এনসিপি’র সাথে সম্পর্ক ছিন্ন করার সত্যতা নিশ্চিত করেছেন।
মীর আরশাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি দলের নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য এবং পরিবেশ সেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। চট্টগ্রাম ১৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবে তিনি আর নির্বাচন করবেন না।”
তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে বিশেষ দিন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তার প্রত্যাবর্তনকে তিনি স্বাগত জানান।
এনসিপি থেকে সরে দাঁড়ানোর ব্যাখ্যায় মীর আরশাদুল হক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, বাস্তবে দলটি তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। দলের ভেতরে ভুল রাজনৈতিক পথে অগ্রসর হওয়ার প্রবণতা তিনি মেনে নিতে পারেননি।”
তিনি বলেন, “গণতন্ত্রে উত্তরণ এবং দেশের স্থিতিশীলতা এখন সবচেয়ে জরুরি। বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ও জোটের সরকার গঠনের বিকল্প নেই।”
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন জানান, মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেছেন। এনসিপির জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্ত তিনি মেনে নিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকা/রেজাউল/এস