মাদারীপুর-২: স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম। শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ ও মো. রেয়াজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই আসনে আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মোহাম্মদ দিদার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিল্টন বৈদ্য ও শহিদুল ইসলাম খান।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ