ঢাকা     সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিম বাতাসে পটুয়াখালীর জনজীবনে ভোগান্তি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:০১, ৪ জানুয়ারি ২০২৬
হিম বাতাসে পটুয়াখালীর জনজীবনে ভোগান্তি

পটুয়াখালীতে গত তিনদিনের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। সঙ্গে যোগ হয়েছে উত্তরের হিমেল বাতাস। ফলে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। বাতাসের আদ্রতা ছিলো ৯০ শতাংশ। গত ৩১ ডিসেম্বর জেলার সর্বনিন্ম তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অফিস।

আরো পড়ুন:

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবেচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বিভিন্ন যানবাহনের চালক, শ্রমিক ও কৃষকসহ সাধারণ মানুষ। সবচেয়ে বিপাকে রয়েছে গভীর সাগরে অবস্থানরত জেলেরা। হাসাপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কৃষক আব্দুর রহমান মিয়া বলেন, “১০ থেকে ১৫ দিন ধরে আমাদের এলাকায় প্রচুর কুয়াশা পড়ছে। আজ একেবারে বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে। আমরা কৃষকরা ব্যাপক দুশ্চিন্তায় রয়েছি। এভাবে চলতে থাকলে, আমাদের শসা, সিম ও কুমড়াসহ বিভিন্ন গাছের গোড়ায় পঁচন ধরতে পারে।” 

একই উপজেলার চৌরাস্তা এলাকার রিকশাচালক হুমায়ুন মিয়া বলেন, “কুয়াশায় ১০ ফুট সামনে কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডা বাতাস বইছে। রিকশা চালানো কষ্টের হয়ে দাঁড়িয়েছে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সখী বলেন, “ঘন কুশার সঙ্গে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। আগামীতে বৃষ্টি হবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না।”

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়