ঢাকা     সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসির সঙ্গে বাগবিতণ্ডা

জামিন পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:৫৪, ৪ জানুয়ারি ২০২৬
জামিন পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। 

রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আবদুল মান্নানের আদালতে হাজির করা হয়। সকাল ১০টার দিকে জামিন শুনানি হয়।

আরো পড়ুন:

আরো পড়ুন: মধ্যরাতে আদালতে পাঠানো হলো বৈষম্যবিরোধী নেতা মাহদীকে

মাহদী হাসানের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী এম এ মজিদ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, মাহদী হাসানের মুক্তির দাবিতে সকাল থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়।

আরো পড়ুন: ওসির সঙ্গে বাগবিতণ্ডা, গ্রেপ্তার মাহদীর মুক্তি চেয়ে কড়া হুঁশিয়ারি

শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ  করেন।

আরো পড়ুন: থানায় ওসির সঙ্গে বাগবিতণ্ডা, সেই বৈষম্যবিরোধী নেতা আটক

সূত্র জানায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়নকে ছাড়িয়ে আনতে যান মহদী হাসান। শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে মাহদী হাসানের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যার পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শনিবার রাতে জেলা শহরের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়