নাটোরে পুকুর পাড়ে পড়ে ছিল তরুণীর মরদেহ
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:০৭, ৫ জানুয়ারি ২০২৬
নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় পুকুর পাড় থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুকুর পাড়ে অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা/আরিফুল/রাজীব