ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু

​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৮, ৫ জানুয়ারি ২০২৬
সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় উদ্ধার হওয়া দুই শিশু।

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে একজন মারা গেছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ছেলেশিশুটির বয়স দুই বছর।

আরো পড়ুন:

এদিকে, মৃত শিশুটির চার বছর বয়সী বড় বোন আয়েশাও ডায়রিয়ায় আক্রান্ত। শিশুটি বর্তমানে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

​গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকার পিএবি সড়কের পাশ থেকে দুই শিশুকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন অটোরিকশাচালক মহিম উদ্দিন। সেদিন শিশু আয়েশা জানায়, এক আত্মীয় তাদের সড়কের পাশে রেখে চলে যান।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন দুই শিশুর দায়িত্ব নেয়। এর মধ্যে, ছেলেশিশুটি অসুস্থ থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গত ৩০ ডিসেম্বর শিশুটিকে চমেক হাসপাতালের এনআইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে এক সপ্তাহেরও বেশি সময় থাকার পর সোমবার বিকেলে শিশুটি মারা যায়।

​ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘‘ছেলেশিশুটি জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল এবং চর্মরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার দাদির কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়