ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ৯ জানুয়ারি ২০২৬  
খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খুলনায় ভৈরব নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুটি লাইটার ভেসেলের মাঝখানে যান। এ সময় তিনি ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ পুলিশকে অবহিত করে।

খুলনা নৌ পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানিয়েছেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়