ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: গাইবান্ধায় ১৪৪ ধারা

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৬, ৯ জানুয়ারি ২০২৬  
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: গাইবান্ধায় ১৪৪ ধারা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণ ঘিরে শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

 শুক্রবার (৯ জানুয়ারি) এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সই করা এক চিঠিতে এই আদেশ জারি করা হয়েছে। 

জেলা প্রশাসকের সই করা চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত গাইবান্ধা জেলার ৪৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার সময় এবং পরীক্ষার আগে-পরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরীক্ষার স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিকে সাফ বলে দেওয়া হয়েছে, পরীক্ষার দিন পরীক্ষা শুরুর ৩ ঘণ্টা আগ থেকে পরীক্ষা শেষের ২ ঘণ্টা পর পর্যন্ত অর্থাৎ শুক্রবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি পরীক্ষাকেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে যেকোনো ধরনের সভা-সমাবেশ, বেআইনি জমায়েত, মিছিল, প্রচার-প্রচারণা এবং বাদ্যযন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ থাকবে, বলা হয়েছে আদেশে।

পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি, ভিড় জমানো কিংবা যেকোনোভাবে পরীক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় জনস্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়ে নোটিশে বলা হয়েছে, তবে, এ আদেশ পরীক্ষা গ্রহণের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষাটি প্রথমে গত ২ জানুয়ারি হওয়ার কথা ছিল। তবে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত জাতীয় শোক দিবসের আওতায় পড়ায় ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার নতুন তারিখ হিসেবে ৯ জানুয়ারি নির্ধারণ করে।

বৃহস্পতিবার রাতে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাশ বলেন, “গাইবান্ধা জেলায় চার শতাধিক শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।” 

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য তিনি সবার  সহযোগিতা কামনা করেন। কারো সাথে অর্থনৈতিক লেনদেন করা যাবে না। পরীক্ষাসংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারেন।”

ঢাকা/লুমেন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়