পুরুষরা শক্তিশালী নারীদের ঘৃণা করেন: নীনা
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। স্পষ্টভাষী হিসেবে তার আলাদা পরিচিতি রয়েছে। বহু সামাজিক ধরাবাঁধা ধারণা ভেঙেছেন। কেবল তাই নয়, জীবনে বেশ কিছু সাহসী সিদ্ধান্তও নিয়েছেন। সমাজের মানসিকতা ও পিতৃতন্ত্র নিয়ে প্রায়ই খোলামেলা মত প্রকাশ করেন তিনি। এবার প্রেম-বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী জানালেন—পুরুষরা শক্তিশালী নারীদের পছন্দ করেন না।
হিউম্যান অব বম্বে-কে দেওয়া সাক্ষাৎকারে নীনা গুপ্তা বলেন, “শক্তিশালী একজন নারী বিয়ের যোগ্য নন। পুরুষরা শক্তিশালী নারীদের পছন্দ করেন না—অধিকাংশ পুরুষই এটা মনে করেন।”
শক্তিশালী নারীদের পুরুষেরা ঘৃণা করেন বলে মনে করেন নীনা। ব্যাখ্যা করে তিনি বলেন, “তারা অসহায় নারীদের পছন্দ করেন। তারা শক্তিশালী নারীদের ঘৃণা করেন। যেসব নারীর নিজস্ব চিন্তাভাবনা আছে, যারা কাজ করেন, যারা নিজেদের ক্যারিয়ারের প্রতি দায়বদ্ধ—তাদেরকে তারা সহ্য করতে পারেন না। তারা নারীদের উপর ক্ষমতা খাটাতে চান। আমি এখানে সবার কথা বলছি না, সাধারণভাবে বলছি। কিন্তু আমাদের সমাজের প্রায় ৯৫ শতাংশ মানুষের ক্ষেত্রেই এটা সত্যি। বিতর্ক তৈরি করার জন্য আমি এসব কথা বলছি না, আমি নিজের পরিবার ও সমাজে এসব দেখেছি।”
একই আলাপাচারিতায় বর্ষীয়ান এই অভিনেত্রী তার জীবনের গভীর কষ্টদায়ক একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, একসময় তার বাগদান হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগে হঠাৎ করে সেই সম্পর্ক ভেঙে যায়; যা তাকে ভীষণভাবে আঘাত করেছিল।
বাগদানের পরও বিয়ে ভাঙার ঘটনা বর্ণনা করে নীনা গুপ্তা বলেন, “একজনের সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সে আমাকে ছেড়ে দেয়। আমরা আংটি বদল করেছিলাম, আমি বাগদান সেরে ফেলেছিলাম। আমি দিল্লি গিয়েছিলাম বিয়ের কাপড় কিনতে। তারপর সে বলল, ‘এখন বিয়ে করব না।’ সে বলল, ‘আমার সাইনাসের অপারেশন করাতে হবে।’ আমি বললাম, সাইনাসের অপারেশন তো পরে হলেও হতে পারে! আমি তার মা-বাবা সবাইকে জিজ্ঞেস করেছিলাম, কেন সে বিয়ে করতে চাইছে না, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো কারণ জানি না।”
বিয়ে ভেঙে দিলেও নীনার বাগদত্তা ফিরে এসেছিল। এ বিষয়ে নীনা বলেন, “ছয় মাস পরে সে আবার আমার কাছে এসে বলেছিল, ‘চল আমরা বিয়ে করি।’ আমি তখন বলেছিলাম, ‘ফা**’। এখন আমি আর চাই না।’ তারপরও আমি কারণটা জানতে চেয়েছিলাম। তখন সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কারণটা বলেনি। আসলে আমরা অনেক সময় পরিস্থিতির চাপে সিদ্ধান্ত নিই। তাই মানুষের সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বিচার করা উচিত নয়।”
নীনা গুপ্তা ১৯৮২ সালে ‘সাথ সাথ’ সিনেমার মাধ্যমে বলিউড পা রাখেন। এরপর দীর্ঘদিন বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও অভিনয় করেছেন। তবে ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা গুপ্তা। কারণ আশির দশকে ক্যরিবিয়ান ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে এ জুটির চর্চিত প্রেম কাহিনি বহুবার সংবাদ শিরোনাম হয়েছে। ১৯৮৯ সালে ভিভের সঙ্গে বিয়ে না করেই তার সন্তানের জন্ম দেন। তারপর শুরু হয় এ অভিনেত্রীর নতুন লড়াই। তবে জীবনের হাল ছাড়েননি এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত