চোখের নিচের কালো দাগ দূর করার সহজ উপায়
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: প্রতীকী
ত্বকের ক্লান্তিভাব আর চোখের নিচে জমা হওয়া কালো ছোপ ছোপ দাগ দূর করতে এমন উপাদান দিয়ে ত্বক চর্চা করা উচিত— যাতে ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়ে। আর এই বৈশিষ্ট্য রয়েছে অ্যালোভেরা জেলের। এই উপাদান ত্বককে আর্দ্র রাখে এবং প্রদাহ কমাতে পারে। ফলে চোখের নিচের কালি ও ক্লান্তির ছাপ কমে আসে।
দিনশেষে ঘরে ফিরে তুলার বলে অ্যালোভেরা জেল নিয়ে চোখের নিচে ম্যাসাজ করতে পারেন। এজন্য অ্যালোভেরা জেলযুক্ত তুলার বল আলতো চাপ দিয়ে চোখের নিচের অংশে মেখে নিতে হবে। এতে চোখের নিচের ত্বক থেকে ফোলা ভাব ধীরে ধীরে কমে যাবে। অ্যালোভেরা জেল শুকিয়ে আসা পর্যন্ত সময় দিতে হবে, এতে চোখের নিচের ত্বক আর্দ্রতা ধরে রাখতে পারবে আর ক্লান্তির ছাপ কমে আসবে। অ্যালোভেরা জেল ব্যবহার করলে অতিরিক্ত সামগ্রীরও প্রয়োজন নেই।
উল্লেখ্য, পানিশূন্যতা বা পর্যাপ্ত পানি পান না করাও এ জন্য দায়ী। এ ছাড়া চোখের স্ট্রেন বা স্ক্রিনে বেশি সময় কাটালে ডার্ক সার্কেল দেখা দিতে পারে। কেননা চোখের স্ট্রেন রক্তনালিগুলোকে বড় করে এবং চোখের চারপাশের ত্বককে কালো করে। এসব সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ঢাকা/লিপি