৩ দিনব্যাপী ‘৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আয়োজকবৃন্দ
‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে শুরু হওয়া উৎসবটি শেষ হবে আগামী ১০ জানুয়ারি। ৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র নিয়ে উৎসবটির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উৎসবের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব পরিচালক সুপিন বর্মন। সভাপতিত্ব করেন চেয়ারম্যান এম রহমানন সাগর।
উপস্থিত ছিলেন, নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান সন্তোষ সুবেদী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ, মোহাম্মদ রকিবুল হাসান, জুরি অন্তু আজাদ, চলচ্চিত্র নির্মাতা রাজিবুল হোসাইন, উৎসব উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার।
উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এইবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে প্রদান করা হবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। এইবারের আয়োজনে আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ থাকছে ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন।
শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি দেওয়া হবে অনারেবল মেনশন এওয়ার্ড। প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য গঠিত হয়েছে অভিজ্ঞ জুরিবোর্ড।
সুপিন বর্মন বলেন, “মধুবন সিনেপ্লেক্সে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল তিনটা থেকে ও ১০ তারিখ সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকলের জন্য প্রদর্শনী উন্মুক্ত। এইবার উৎসবে ৬ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী উপস্থিত থাকবেন।”
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ঢাকা/এনাম/এস