ডিমের দোকানের ফুটন্ত পানিতে দগ্ধ পথশিশু
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শিশু
গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ফুটপাত দিয়ে হাঁটার সময় ডিমের দোকান থেকে ছিটকে পড়া ফুটন্ত পানিতে দগ্ধ হয়ে এক পথশিশু গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু মো. ইয়াছিনকে (৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার রাকিব হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলেজ গেট এলাকায় পথচারীদের চলাচলের সময় ফুটপাতের পাশের একটি ডিমের দোকান থেকে হঠাৎ করে ফুটন্ত পানি এক শিশুর শরীরের ওপর পড়ে। শিশুটি গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে পাশের এশিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পরপরই আমি আমাদের অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/রেজাউল/রফিক