ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আশুলিয়ায় বসতবাড়িতে আগুন, চার কক্ষ পুড়ে ছাই

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪২, ৮ জানুয়ারি ২০২৬
আশুলিয়ায় বসতবাড়িতে আগুন, চার কক্ষ পুড়ে ছাই

সাভারের আশুলিয়ায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাড়ির ৪টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম বাইপাইল এলাকায় নিলুফা বেগমের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

বাড়ির মালিক নিলুফা বেগম জানান, এই বাড়িটি তার একমাত্র সম্বল। ভাড়ার টাকা দিয়েই সংসার চলত। আগুনে বাড়ির ৪টি কক্ষ পুড়ে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়