ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২৩, ৮ জানুয়ারি ২০২৬
ইরানের বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে

ইরানের বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট অস্থিরতার ঢেউ ১১তম দিন বুধবারেও অব্যাহত ছিল। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স  জানিযেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লর্ডেগান শহরে সশস্ত্র ব্যক্তিরা দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষ দেখা গেছে, পেছন থেকে গুলির শব্দও শোনা গেছে।

অন্যান্য বেশ কয়েকটি এলাকার ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ভিড়ের দিকে গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তেও দেখা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভ এখন পর্যন্ত ৩১টি প্রদেশের ১১১টি শহর ও শহরতলিতে ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে কমপক্ষে ৩৪ জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। দুই হাজার ২০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি ফার্সি ২১ জনের মৃত্যু এবং পরিচয় নিশ্চিত করেছে। ইরানি কর্তৃপক্ষ পাঁচজন নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর দিয়েছে।

খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের মূল্যের তীব্র পতনের প্রতি ক্ষোভ প্রকাশ করতে ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের রাস্তায় দোকানদাররা বিক্ষোভ শুরু করে। গত এক বছরে রিয়াল রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে এবং মুদ্রাস্ফীতি ৪০ শতাংশে পৌঁছেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়