ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪০, ৯ জানুয়ারি ২০২৬
বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ

বিয়ের সাজে পার্থ-সামিহা

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নির্মাতা-অভিনেতা পার্থ শেখ। তার স্ত্রীর নাম সামিহা রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পার্থর স্ত্রী শোবিজ অঙ্গনের কেউ নন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা।

গতকাল ঢাকার নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ফেসবুকে পার্থ-সামিহা নানা সময়ে একসঙ্গে তোলা ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ। 

আরো পড়ুন:

পার্থ শেখের বিয়েতে শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। বেশ কিছু বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাবা সারিকা। ক্যাপশনে লেখেন, “বিয়ে মোবারক।” নির্মাতা রাফাত মজুমদার লিখেছেন, “নতুন জীবন সুন্দর হোক।” তাদের ফেসবুক পোস্টে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন। 

পার্থ শেখের বিয়েতে সাবা সারিকা


নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন পার্থ। তবে মডেলিং ও অভিনয় দিয়ে গত দুই বছরে অধিক পরিচিতি পেয়েছেন পার্থ। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়