দিপু হত্যায় নেতৃত্ব দেওয়া আরাফাত গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইয়াছিন আরাফাত (মাঝে)।
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন: ধর্ম নিয়ে কটূক্তি, পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশ।
গ্রেপ্তার আরাফাত ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশর এলাকার শেখবাড়ী মসজিদের ইমাম এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষক।
আরো পড়ুন: ‘ওরা জেনেশুনে ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’
পুলিশ সূত্র জানায়, দীপুকে হত্যা ও তার লাশ পোড়ানোর ঘটনায় অন্যদের সঙ্গে আরাফতও নেতৃত্ব দেন।
আরো পড়ুন: পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন, আরো ২ আসামি গ্রেপ্তার
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৮ ডিসেম্বর দীপুকে হত্যার পর আরাফাত আত্মগোপনে চলে যায়। গত ১২ দিন তিনি ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকার বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন। আত্মগোপনের অংশ হিসেবে তিনি সুফফা মাদ্রাসায় শিক্ষকতার জন্য যোগদান করেন।
তিনি আরো জানান, দিপু হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জন আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের রিমান্ডে আনার প্রক্রিয়া চলমান। ৯ জন আসামি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
ঢাকা/মিলন/মাসুদ