ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ১টি আসনের বিপরীতে ৭৫ জনের লড়াই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৯ জানুয়ারি ২০২৬  
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ১টি আসনের বিপরীতে ৭৫ জনের লড়াই

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হতে চলেছে। 

তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য সব জেলায় একযোগে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। সে হিসাবে প্রতি একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে ৭৫ জন চাকরিপ্রার্থী।

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে।

পরীক্ষার সময়সূচি: আজ বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
কেন্দ্রে প্রবেশ: পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো পরীক্ষার্থীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

কান উন্মুক্ত রাখা বাধ্যতামূলক: ব্লুটুথ বা গোপন ইলেকট্রনিক ডিভাইস শনাক্তের জন্য পরীক্ষাকালে উভয় কান সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে। প্রয়োজনে তল্লাশির সময় টর্চলাইট ব্যবহার করে কান পরীক্ষা করা হবে।

নিষিদ্ধ সামগ্রী: মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস বা তার অংশ কেন্দ্রে বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষার্থীদের অবশ্যই রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে।

উত্তরপত্র (ওএমআর) পূরণে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। একই সঙ্গে নিয়োগের নামে কোনো ধরনের দালাল বা অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য পরীক্ষার্থীদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ঢাকা/এএএম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়