ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২৩:৪৪, ৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত: ফখরুল

শুক্রবার ৯ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। ফাইল ছবি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান। 

আরো পড়ুন:

টাঙ্গাইল হয়ে বগুড়া, ঠাকুরগাও, দিনাজপুরসহ কয়েকটি জেলায় তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে নির্বাচন কমিশনের পরামর্শে এই সফর স্থগিত করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, “প্রাথমিকভাবে ১১ জানুয়ারি থেকে চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সফর করার পরিকল্পনা করেছিলেন। এই সফরে তিনি জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদসহ অন্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের কথা ভাবছিলেন।”

“তবে নির্বাচন কমিশনের অনুরোধের কারণে এই সফর স্থগিত করা হয়েছে,” বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করার বিষয়ে মির্জা ফখরু বলেন, “দলের নেতাকর্মী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে দলের কার্যক্রম সফল হওয়ার জন্য দোয়া করেছেন।”

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, দেশের আসন্ন নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু মহল চক্রান্ত করছে। ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে বিএনপির কয়েকজন নেতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন।

“আমরা ইতোমধ্যে এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছি। এই ধরনের ঘটনা চলতে থাকলে দেশে নির্বাচনের পরিবেশ ভঙ্গ হবে,” বলেন মির্জা ফখরুল।

গণতন্ত্রের মাতা এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর বিভিন্ন স্থানে শোকসভা ও জানাজা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বিশেষ করে স্মরণকালের বৃহত্তম জানাজায় মানুষের উপস্থিতি নজির হয়ে গেছে। আমরা দলের পক্ষ থেকে জনগণকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।”

এদিন রাতে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে শূন্য থাকা চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়