ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাশুড়ি হিসেবে রীনা খান কেমন, জানালেন পুত্রবধূ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২৯, ৮ জানুয়ারি ২০২৬
শাশুড়ি হিসেবে রীনা খান কেমন, জানালেন পুত্রবধূ

রীনা খান

চোখের চাহনিতে ঘর কাঁপানো, সংলাপের ভাঁজে ভাঁজে ভয় ধরানো এক অভিনেত্রীর নাম—রীনা খান। একসময় ‘দজ্জাল শাশুড়ি’ বললেই চোখের সামনে ভেসে উঠত তার মুখ। দর্শক জানতেন, রীনা খান মানেই নির্দয়, কঠোর, আপসহীন এক নারী। অথচ পর্দার সেই ভয়ংকর চরিত্রের আড়ালে লুকিয়ে থাকা মানুষটি যে একেবারেই আলাদা, সে গল্প খুব কমই শোনা যায়। 

অভিনয় জীবনে রীনা খান নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম সেলিমা সুলতানা। ১৯৮২ সালে ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর চার দশকের কাছাকাছি সময়ে আট শতাধিক সিনেমায় খলচরিত্রে অভিনয় করে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের খলনায়িকার অবিসংবাদিত রানি। একসময় বছরে ডজনখানেক সিনেমায় দেখা যেত তাকে। তবে সময় বদলেছে, বদলেছে ইন্ডাস্ট্রির বাস্তবতাও। 

আরো পড়ুন:

কিছুদিন আগে দেশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আক্ষেপের সুরেই বলেছিলেন, “এখন আর আগের মতো সিনেমা হয় না। সিনেমা চলবে না, লাভ উঠবে না—তাহলে নির্মাণ হবে কীভাবে?” বাস্তবতা মেনে নিয়েই তিনি বলেন, “এখনো যেহেতু শাকিব খানের সিনেমাই বেশি চলে, তাই পরিকল্পনাও সেই বাস্তবতাকে মাথায় রেখেই হওয়া উচিত।” 

তবে থেমে যাননি রীনা খান। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই খুলেছেন নিজের ইউটিউব চ্যানেল। প্রায় এক বছর ধরে সেখানে নিয়মিত নাটক নির্মাণ করছেন, অভিনয় করছেন নিজেই। মাধ্যম বদলালেও দর্শকের ভালোবাসা যে অটুট, সেটার প্রমাণ মিলছে প্রতিক্রিয়ায়। 

তবে খলচরিত্রের জনপ্রিয়তা তার ব্যক্তিজীবনে এনে দিয়েছে অনেক ভুল ধারণা, অনেক না বলা কষ্ট। এক সাক্ষাৎকারে রীনা খান নিজেই জানিয়েছিলেন, মানুষ নাকি তাকে দেখেই ধরে নিতেন—তিনি বাস্তবেও ভয়ংকর। এমন কথাও শুনেছেন, তার ঘরে ছেলে–বউ এলে নাকি থাকতে পারবেন না। কেউ কেউ তো বলেছে, রিকশাওয়ালার ছেলের সঙ্গে বিয়ে দেবে, তবু রীনা খানের ছেলের সঙ্গে নয়। 

এই কথাগুলো রীনা খান শুনেছেন তার ছোট ছেলের বিয়ের সময়ও। অথচ বাস্তবতা ছিল একেবারেই উল্টো। তার দুই ছেলেই প্রেম করে বিয়ে করেছেন, আর তিনি এ বিষয়ে সম্পূর্ণ সহমত পোষণ করেন। ছেলেদের শুধু একটি কথাই বলেছেন—“তোমরাই জীবন বেছে নিয়েছো, ভবিষ্যতে সমস্যা হলে আমাকে দোষ দিও না।” ছোট ছেলের শ্বশুরবাড়িতে শুরুতে ভয় আর দ্বিধা ছিল। সময়ের সঙ্গে সেই পরিস্থিতি বদলেছে। আজ সেই বাড়ির লোকজনই তার ভক্ত। হাসতে হাসতে রীনা খান বলেন, “আমি আগে বউয়ের সব কাজ করে দিতাম, এখন বউ-ই আমার সবটা সামলে নেয়।” 

পর্দার রীনা খান আর বাস্তবের সেলিমা সুলতানা যে দুই মেরুর মানুষ, সে কথাই এবার স্পষ্ট করে বললেন তার পুত্রবধূ। এক সাক্ষাৎকারে ক্যামেরার সামনে অকপটে তিনি বলেন, “বাস্তবেও যদি শাশুড়ি পর্দার মতো হতেন, তাহলে এতদিন সম্পর্ক টিকে থাকত না। অনেক আগেই সব ভেঙে যেত।” গর্ব করে তিনি জানান, রীনা খানকে ভীষণ ভালোবাসেন তিনি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়