ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুবিতে শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড

খুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২০, ৯ জানুয়ারি ২০২৬
খুবিতে শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২১ ব্যাচের (সাদ্বিক-২১) তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী র‌্যাগ অনুষ্ঠানে আসছে দেশসেরা চার ব্যান্ড।

শুক্রবার (৯ জানুয়ারি) ২১ ব্যাচের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুলনা শহরের সব থেকে বড় র‍্যাগ কনসার্টের আয়োজন করেছেন।

আরো পড়ুন:

অনুষ্ঠানে দেশসেরা বিভিন্ন ব্যান্ড ও তারকা শিল্পীরা পারফর্ম করবেন। তার মধ্যে অর্ক ব্যান্ডের হাসান, ওয়ারফেজ, নেমেসিস, কার্নিভাল অফিসিয়াল অন্যতম। এ শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় অর্থাৎ সমাপনী দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্ট চলাকালীন ক্যাম্পাসে কতিপয় নীতিমালা অনুসরণ করতে হবে; কনসার্টে প্রবেশের জন্য অবশ্যই সাদ্বিক-২১ এর টি-শার্ট, আইডি কার্ড, মানি রিসিপ্ট বহন করা বাধ্যতামূলক। অবশ্যই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে; ৬টার পর কোনো প্রবেশাধিকার দেওয়া হবে না। যেকোনো প্রকার আগ্নেয়াস্ত্র, ধারালো বস্তু, পারফিউম, লাইটার, ভ্যাপ, পানি, খাদ্যদ্রব্য ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ এবং তল্লাশিতে সহযোগিতা করা বাধ্যতামূলক। মাদকদ্রব্যের ক্ষেত্রে জিরো টলারেন্স বজায় থাকবে। কারো কাছে যদি মাদকদ্রব্য পাওয়া যায় তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, ক্যাম্পাসের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা খান জাহান আলী হল গেট থেকে প্রবেশ করবে এবং খান বাহাদুর আহছানুল্লা হল গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবে। বহিরাগতরা মীর মুগ্ধ তোরণ (মেইন গেট) দিয়ে প্রবেশ করবে এবং মেইন গেট থেকে ক্যাম্পাস ত্যাগ করবে। ওয়াকওয়েতে কেউ কোনো ভাবেই প্রবেশ করতে পারবেনা। যদি কেউ প্রবেশ করে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কনসার্টের ফেন্সের (বেষ্টনী) ভেতর অবশ্যই শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবস্থান করবে। নিরাপত্তার ক্ষেত্রে যে কোন বিষয়ে সিকিউরিটি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা রক্ষায় থাকবেন বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আর্মড ফোর্স।

ঢাকা/হাসিবুল/জান্নাত 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়