ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাউদকান্দিতে তিন যানের সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:০০, ৯ জানুয়ারি ২০২৬
দাউদকান্দিতে তিন যানের সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর চারজনের দগ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনাটি ঘটে বলে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

আরো পড়ুন:

হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ধারণা করা হচ্ছে, বাস, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার সঠিক কারণ ও হতাহতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা/রুবেল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়