ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এলপিজি আমদানিতে ১০ শতাংশ ভ্যাট নির্ধারণের প্রস্তাব, এনবিআরকে চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৮ জানুয়ারি ২০২৬  
এলপিজি আমদানিতে ১০ শতাংশ ভ্যাট নির্ধারণের প্রস্তাব, এনবিআরকে চিঠি

ছবি সংগৃহীত

এলপি গ্যাসের চলমান সংকট নিরসন এবং সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদন পর্যায়ে ভ্যাট-ট্যাক্স অব্যাহতি দিয়ে আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট নির্ধারণের সুপারিশ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে বলা হয়, দেশে ব্যবহৃত এলপি গ্যাসের প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হয়, যা শিল্প ও গৃহস্থালি উভয় খাতেই ব্যবহৃত হচ্ছে। শীত মৌসুমে বিশ্ববাজারে এলপি গ্যাসের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দেশে পাইপলাইনের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হ্রাস পাওয়ায় এলপি গ্যাসের চাহিদা বেড়ে যায়। ফলে বাজারে তীব্র সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে।

আরো পড়ুন:

চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে এলপি গ্যাসের সংকট নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষাপটে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এলপি গ্যাসকে ‘গ্রিন ফুয়েল’ হিসেবে বিবেচনা করে আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের অনুরোধ জানানো হয়।

এতে উপদেষ্টা পরিষদের গত ১৮ ডিসেম্বরের বৈঠকের কার্যবিবরণীর একটি অংশ উদ্ধৃত করে বলা হয়, আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করে ১০ শতাংশ ভ্যাট আরোপ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট ও আগাম কর অব্যাহতির প্রস্তাব সময়োপযোগী। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে ভোক্তা পর্যায়ে ব্যয় কতটা কমবে, তা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।

পরবর্তীতে এলপিজি অপারেটরদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত উপস্থাপন করা হলে তারা আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাটের পরিবর্তে শূন্য শতাংশ ভ্যাটের দাবি জানায়। চিঠিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের আলোচনার সঙ্গে অপারেটররা মূলত একমত পোষণ করেছেন।

সর্বশেষ চিঠিতে জানানো হয়, বর্তমান সংকট বিবেচনায় নিয়ে আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করে তা ১০ শতাংশ বা এর নিচে নির্ধারণ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট ও আগাম কর অব্যাহতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়