মাইক্রোবাস-ভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুক্তার হোসাইন।
ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মুক্তার হোসাইন (৪০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসাইন শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের আলিবর্দি শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী আশিকুজ্জামান জানান, মুক্তার হোসাইন মোটরসাইকেলে তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন। বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানের তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, মুক্তার হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
ঢাকা/শাহরিয়ার/রাজীব