ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলম্বিয়ায় মার্কিন সামরিক পদক্ষেপের ‘সত্যিকারের হুমকি’ রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:০৫, ৯ জানুয়ারি ২০২৬
কলম্বিয়ায় মার্কিন সামরিক পদক্ষেপের ‘সত্যিকারের হুমকি’ রয়েছে

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে কলম্বিয়ার বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের ‘সত্যিকারের হুমকি’ রয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

পেট্রো জানিয়েছেন, আমেরিকা অন্যান্য দেশগুলোকে মার্কিন ‘সাম্রাজ্যের’ অংশ হিসাবে বিবেচনা করছে। আমেরিকা ‘বিশ্বের উপর আধিপত্য বিস্তার’ থেকে ‘বিশ্ব থেকে বিচ্ছিন্ন’ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী (আইসিই) এজেন্টদের ‘নাৎসি ব্রিগেড’ এর মতো আচরণ করার অভিযোগও করেছেন। 

ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং নিকোলাস মাদুরোর আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, কলম্বিয়াকে লক্ষ্য করে সামরিক অভিযান ‘ভালো শোনাচ্ছে।’

ট্রাম্প বারবার পেট্রোকে ‘নিজের পশ্চাৎদেশ সাবধানে রাখতে’ বলেছেন।

বুধবার সন্ধ্যায় ট্রাম্প এবং পেট্রো ফোনে কথা বলেছেন। পরে ট্রাম্প জানিয়েছেনম তিনি ‘অদূর ভবিষ্যতে’ হোয়াইট হাউসে তার কলম্বিয়ান প্রতিপক্ষের সাথে দেখা করবেন। ফোনালাপের পর বুধবার গভীর রাতে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখার সময় ট্রাম্প পেট্রোর সাথে তার কথোপকথনকে ‘মহান সম্মান’ হিসাবে বর্ণনা করেছেন। কলম্বিয়ার একজন কর্মকর্তা সেই সময়ে বলেছিলেন, কথোপকথনে ‘উভয় পক্ষের’ বক্তব্যের ১৮০ ডিগ্রি পরিবর্তন প্রতিফলিত হয়েছে।

কিন্তু বৃহস্পতিবার পেট্রোর সুর ইঙ্গিত দেয় যে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

তিনি বিবিসিকে জানিয়েছেন, ফোন কলটি মাত্র এক ঘন্টারও কম সময় ধরে চলেছিল, ‘এর বেশিরভাগ সময় আমি ব্যস্ত ছিলাম’ এবং ‘কলম্বিয়ার মাদক পাচার, ভেনেজুয়েলা সম্পর্কে কলম্বিয়ার দৃষ্টিভঙ্গি ও যুক্তরাষ্ট্র সম্পর্কে ল্যাটিন আমেরিকায় কী ঘটছে’ তা নিয়ে আলোচনা করা হয়েছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়