সাংবাদিক জাহিদ রিপন আর নেই
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর মহিপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ রিপন
পটুয়াখালীর মহিপুর প্রেস ক্লাবের সভাপতি এবং এটিএন বাংলা ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫১ বছর। শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুম জাহিদ রিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মারা যাওয়ার সময় তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের সহকর্মীরা জানান, গত বুধবার রাতে কলাপাড়ার নিজ বাসভবনে জাহিদ রিপন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
জাহিদ রিপনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ জেলার সব সাংবাদিকরা।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। তিনি একজন সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক ছিলেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাকে যেন বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন আমি সেই কামনা করছি।”
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, “সাংবাদিক জাহিদ রিপনের চলে যাওয়া কলাপাড়ার সাংবাদিক জগতের অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি সব সময় সত্য ও নিষ্ঠাবান সাংবাদ প্রকাশ করতেন। তার অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করুক।”
ঢাকা/ইমরান/মাসুদ