ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতিয়ায় পর্যটনকেন্দ্র দখলের চেষ্টা, আটক ২

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:১০, ৯ জানুয়ারি ২০২৬
হাতিয়ায় পর্যটনকেন্দ্র দখলের চেষ্টা, আটক ২

পর্যটনকেন্দ্র দখলের চেষ্টাকারী দুই ভূমিদস্যুকে আটক করে পুলিশ।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি পর্যটনকেন্দ্র দখলের চেষ্টাকারী ভূমিদস্যু ও তাদের সহযোগীদের ছত্রভঙ্গ করেছে উপজেলা প্রশাসন। এসময় পুলিশ দুজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহমত বাজার পিকনিক স্পট (গোলতলা পর্যটন এলাকা) সংলগ্ন সরকারি খাস জমিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। তার সঙ্গে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আটকৃতরা হলেন- হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মৃত আবদুর রশীদের ছেলে মো. আবুল কাশেম (৫০) ও চর ঈশ্বর গ্রামের মৃত মোবাশ্বের আহমেদের ছেলে মো. হাসেম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র নিজেদের ভূমিদস্যু পরিচয়ে ৪ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে রহমত বাজার পর্যটনকেন্দ্র ও এর পাশের জেগে ওঠা সরকারি চর ভূমিহীনদের মধ্যে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তবে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ভূমিদস্যুরা ট্রলারযোগে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রহমত বাজার পর্যটনকেন্দ্র ও আশপাশের চর সম্পূর্ণ সরকারি সম্পত্তি। কাশেম ডুবাই নামে পরিচিত এক ব্যক্তি পাশ বই দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায়ের মাধ্যমে দলবল নিয়ে জমি দখলের চেষ্টা করছিল। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “পর্যটনকেন্দ্র দখলের চেষ্টার খবর পেয়ে ইউএনও স্যারের সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযানের সময় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “রহমত বাজার পর্যটনকেন্দ্র ও এর আশপাশের চর সম্পূর্ণ সরকারি খাস জমি। কেউ অবৈধভাবে দখল বা বাণিজ্যের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজি থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”

ঢাকা/সুজন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়