কুকুর আড়ি পেতে নতুন শব্দ শিখতে পারে
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: প্রতীকী
একটি নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে কিছু কুকুর শুধু মানুষের কথা শুনে নতুন শব্দও শিখতে সক্ষম! সাধারণত কুকুররা যেমন ‘বসো’, ‘থাম’ — এমন কিছু নির্দেশ শুনে বোঝে। কিন্তু নতুন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, এমন বিশেষ কুকুর আছে যারা মানুষের কথোপকথন শুনে শব্দ শিখে নিতে পারে।
গবেষণাটি করেছেন হাঙ্গেরির ইওটভোস লোরান্ড বিশ্ববিদ্যালয় ও অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ভেটেরিনারি মেডিসিনের গবেষকরা। গবেষকরা ১০টি বিশেষ কুকুরকে বেছে নেন। যেখানে মালিকেরা নতুন একটি খেলনা হাতে নিয়ে কথা বলার সময় কুকুরগুলো পাশেই থাকে। পরে কুকুরগুলোকে অন্য ঘরে পাঠিয়ে অনেক খেলনার ভেতর থেকে ঠিক সেই খেলনাটি আনতে বলা হয়। অবাক করার মতো ব্যাপার হলো ৭টি কুকুরই সঠিক খেলনাটি খুঁজে আনতে পারে, শুধু মানুষের কথোপকথনের শব্দ শুনেই!
এই গবেষণা দেখিয়েছে যে, মানুষের কথোপকথন শুনে কুকুরগুলোর শব্দ শেখার ক্ষমতা অনেকটাই বেশি — এর আগে তোতা পাখি বা শিম্পাঞ্জির মতো প্রাণীর ক্ষেত্রেও এই বৈশিষ্ট্য দেখা গেছে।
সূত্র: এপি নিউজ
ঢাকা/লিপি