ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ৯ জানুয়ারি ২০২৬  
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে জেডআরএফ কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

আরো পড়ুন:

অনুষ্ঠান শুরুর আগে ডা. জুবাইদা রহমান জেডআরএফ কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক (অ্যাডমিন) অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। পরে তিনি বেগম খালেদা জিয়ার জন্য সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করে নিজের অনুভূতি ব্যক্ত করেন।

দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তার আজীবন ত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।”

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলে জেডআরএফের বোর্ড অব ডিরেক্টরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ ও অন্যান্য পেশাজীবীরা অংশ নেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ডা. মোস্তফা আজিজ সুমন, প্রকৌশলী মো. মাহবুব আলম, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ অনেকে।

ঢাকা/আলী/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়