ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে প্রকাশ‌্যে ক্ষমা চাওয়ার দাবি কোয়াবের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:০৫, ৯ জানুয়ারি ২০২৬
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে প্রকাশ‌্যে ক্ষমা চাওয়ার দাবি কোয়াবের

তামিম ইকবাল (বাঁয়ে), এম নাজমুল ইসলাম (ডানে)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম‌্যান এম নাজমুল ইসলাম সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে ফেসবুকে পোস্ট করেছেন। নাজমুল ইসলাম নিজের ব‌্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।” সেই পোস্ট গতকাল রাতে করা হয়। সকালেও দেখা যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে তুমুল সমালোচনার পর পোস্ট রিমুভ করেন তিনি।

বিসিবির দায়িত্বশীল জায়গায় থেকে কিভাবে একজন পরিচালক এমন মন্তব‌্য করতে পারেন তা নিয়ে সমালোচনা হচ্ছে প্রবল। এজন‌্য ক্রিকেটারদের সংগঠন বিসিবির পরিচালককে প্রকাশ‌্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে। এছাড়া তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শামসুর রহমান শুভ, সাইফ উদ্দিনরা ব‌্যক্তিগতভাবে ফেসবুক পোস্ট করে বিসিবি পরিচালকের কড়া সমালোচনা করেন।

ক্রিকেট ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক বিবৃতিতে বলেছে, ‘‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। ’’

‘‘আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে।’’

‘‘বিসিবি সভাপতির কাছে এর মধ্যেই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।’’

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিসিবির সিদ্ধান্ত নিয়ে গতকাল একটি অনুষ্ঠানে তামিমের প্রতিক্রিয়া জানতে চায় গণমাধ‌্যম। তামিম নিজের মতো করে সেই প্রতিক্রিয়া দেন। তেমনই একটি মন্তব‌্যের ফটোকার্ড শেয়ার করে বিসিবির পরিচালক নাজমুল ইসলাম নিজের ফেসবুকে শেয়ার করেন। যেখানে লিখা ছিল, ‘‘প্রায় ৯০-৯৯ শতাংশ আমাদের অর্থায়ন আইসিসি থেকে আসে। এজন‌্য আমাদের সবদিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’’ ক্রিকেটাঙ্গন- নামের একটি ফেসবুক পেইজের ফটোকার্ড শেয়ার করে নাজমুল তামিমকে ভারতীয় দালাল বলেন।

বিতর্ক ছড়ানো নির্বাচনের মাধ‌্যমে নাজমুল ইসলাম বোর্ডে যুক্ত হন। ক্লাব ক্যাটেগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ৩৭ ভোট পেয়েছিলেন। পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির দায়িত্ব দেওয়া হয়।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়