ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাইমারির প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৯ জানুয়ারি ২০২৬  
প্রাইমারির প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে আটক ২

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মাহবুব হোসেন।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে চক্রের মূল হোতা বিল্লাল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম মাহবুব হোসেন।

মাহবুব অন্তর্বর্তীকালীন সরকারের ‘সংবিধান সংস্কার কমিশন’-এর প্রধান এবং রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজের সাবেক গাড়িচালক বলে জানা গেছে।

শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “পাবলিক সার্ভিস কমিশনের সামনে থেকে মাহাবুবকে আটকের খবর শুনেছি। আমরা প্রশ্নপত্র ফাঁসে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় নিয়ে আসব।”

পুলিশ জানিয়েছে, শুক্রবারে (৯ জানুয়ারি) অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা বা পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটি চক্রের সাথে মাহাবুবের যোগসাজশ থাকতে পারে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত আছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, আলী রীয়াজ বর্তমানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব (সংবিধান সংস্কার কমিশন) পালন করছেন। তবে গাড়িচালক মাহাবুব অনেক আগেই তার কাজ ছেড়ে দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি তার পূর্বের পরিচয় ব্যবহার করে কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা/এমআর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়