ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশ-বিজিবির হেফাজতে ৩৭ আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:০৫, ১১ জানুয়ারি ২০২৬
পুলিশ-বিজিবির হেফাজতে ৩৭ আরাকান আর্মি

আটককৃত আরাকান আর্মি সদস্যদের বিজিবি হেফাজতে নেওয়া হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান তীব্র সংঘর্ষের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) ৩৭ জন সদস্য। 

রবিবার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকায় এসব আরাকান আর্মির সদস্যদের আটক করে পুলিশ ও বিজিবি সদস্যরা হেফাজতে নেয়।

সীমান্তের নিকটবর্তী এলাকায় সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নেওয়ায় বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে জানিয়েছে আরাকান আর্মির এসব সদস্য।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় আরাকান আর্মির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এআরএসএ/এআরএ/আরআইএম/আরএসও-এর মধ্যে চলমান সংঘর্ষে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। নিজেদের বাঁচাতে আরাকান আর্মির এসব সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।

তিনি আরো জানান, এর আগে সকালে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি সীমান্ত পেরিয়ে টেকনাফে এসে পড়ে। এতে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার জসীম উদ্দীনের ১২ বছর বয়সী মেয়ে আফনান গুলিবিদ্ধ হয়। পরে তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, সীমান্তে সংঘর্ষের প্রভাব বাংলাদেশ অংশে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে বিজিবি সদস্য ও পুলিশকে নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।

ঢাকা/তারেকুর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়