ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের আগমন: অতীতের সব রেকর্ড ভাঙার প্রত্যাশা বরিশালের জনসভায়

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৫৬, ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের আগমন: অতীতের সব রেকর্ড ভাঙার প্রত্যাশা বরিশালের জনসভায়

রবিবার বিকেলে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত সমাবেশের প্রস্তুতি সভায় বিএনপির নেতারা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য মহাসমাবেশের জনসমাগম অতীতের সব রেকর্ড ভেঙে দেবে এমনটি প্রত্যাশা করছেন দলটির স্থানীয় নেতারা।

আগামী ২৬ জানুয়ারি নগরীর বেলসপার্ক মাঠে হতে যাওয়া এই মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন করতে রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রত্যাশার এ কথা জানান তারা। 

আরো পড়ুন:

সভায় বরিশাল বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাকর্মীসহ ২১টি আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নেতাকর্মীরা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

সভায় বক্তব্য দেন- বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের আবুল হোসেন খান ও ভোলা-৩ আসনের অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিএনপির সংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর সঞ্চালনায় এই সভা হয়।

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, “বাংলাদেশের জনগণ ভোট দেওয়া ভুলে গিয়েছিল। গত ১৬ বছরে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশবাসী নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে। গণতন্ত্রহীন বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। আশা করি, সবাই ধানের শীষে ভোট দেবেন, যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন হবে।” 

তিনি বলেন, “বরিশাল বিএনপির ঘাটি। প্রতিটা জেলার জনপ্রতিনিধিরা প্রতিযোগিমূলকভাবে জনগণ নিয়ে বরিশাল নগরীর বের্লস পার্ক মাঠে উপস্থিত হবেন। আশা করছি, অতীতের সব রেকর্ড ভেঙে বরিশাল জনসমুদ্র পরিণত হবে।”

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়