ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিবাদ সভায় বক্তৃতাকালে অসুস্থ হয়ে জামায়া‌ত নেতার মৃত‌্যু  

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৩৯, ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিবাদ সভায় বক্তৃতাকালে অসুস্থ হয়ে জামায়া‌ত নেতার মৃত‌্যু  

কু‌ষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‌্য (এম‌পি) পদপ্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হ‌য়ে মারা গেছেন জামায়াতের কুষ্টিয়া জেলা কমিটির আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। 

র‌বিবার (১৯ জানুয়ারি) বি‌কেল ৪টার দি‌কে সভামঞ্চে অসুস্থ হয়ে পড়েন মাওলানা আবুল হাশেম। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনা‌রেল হস‌পিটা‌লে নেন দলীয় নেতাকর্মীরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। 

আরো পড়ুন:

মাওলানা আবুল হাশেমের মৃত‌্যুর তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনা‌রেল হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা. আব্দুল মো‌মিন। 

মাওলানা আবুল হা‌শেম পোড়াদহ ডি‌গ্রি ক‌লে‌জের শিক্ষক ছি‌লেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসে‌ছে। পরে বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। 

কু‌ষ্টিয়া শহর জামায়া‌তে ইসলামীর আমির এনামুল হক জানিয়েছেন, মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সা‌ড়ে ৩টার দি‌কে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ক‌রে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখা‌নে বিক্ষোভ সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা করছি‌লেন। একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। তা‌কে নিকটস্থ হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তি‌নি হার্ট অ‌্যাটাক ক‌রেছি‌লেন বলে জানিয়েছেন চিকিৎসক।  

ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনা‌রেল হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা. আব্দুল মো‌মেন ব‌লেছেন, হাসপাতালেলে আসার আগেই আমির সা‌হে‌বের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সুতরাং, মৃত‌্যুর কারণ‌টি এখ‌নই নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না। 

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়