ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাটমোহরে বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৯ জানুয়ারি ২০২৬  
চাটমোহরে বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

পাবনার চাটমোহরে বালতির পানিতে পড়ে ইয়ারুল হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া জামাইপাড়া এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

ইয়ারুল হোসেন ওই গ্রামের আবু তাহেরের ছেলে। চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যায় ইয়ারুল। এ সময় বাড়ির উঠোনে রাখা পানি ভর্তি বালতি দেখে পানি নিয়ে খেলা শুরু করে শিশুটি। এ সময় বাড়ির লোকজন উঠানে কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন, পানি ভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে আছে ইয়ারুল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইয়ারুলকে মৃত ঘোষণা করেন।

ওসি নয়ন কুমার সরকার বলেন, অভিভাবকদের অসচেতনটার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুদের বিষয়ে অভিভাবকদের আরো সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়