ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে আলী রিয়াজ 

গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:৩০, ১৯ জানুয়ারি ২০২৬
গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা 

সোমবার দুপুরে ময়মনসিংহে গণভোটের প্রচার উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। এতে দেশের বিদ্যমান আইনে কোনো ধরনের বাধা নেই। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আলী রিয়াজ বলেন, “কে ক্ষমতায় এল বা কে গেল, তা বড় বিষয় নয়। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য সরকার নির্বাচনের সুযোগ তৈরি করবে, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা নির্ধারণ করবে।” 

তিনি বলেন, “এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে এবং সে অনুযায়ী প্রতিশ্রুতিও দিয়েছে।”

আলী রীয়াজ দাবি করেন, গণভোটকে ঘিরে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তারা সফল হবে না। কারণ, জনগণ এখন সচেতন এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা বুঝতে পারছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় গণভোটের গুরুত্ব, প্রশাসনের ভূমিকা এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ঢাকা/মিলন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়