ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেজা কিবরিয়ার মুখোমুখি বিএনপির ‘বিদ্রোহী’ শেখ সুজাত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ২১ জানুয়ারি ২০২৬  
রেজা কিবরিয়ার মুখোমুখি বিএনপির ‘বিদ্রোহী’ শেখ সুজাত

হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়ার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলেন শেখ সুজাত।

শেষ দিনেও মনোনয়নপত্র প্রত্যাহার করলেন না হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়া নির্বাচন করছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থিতা প্রত্যাহার না করায় হবিগঞ্জে বিএনপির একমাত্র বিদ্রোহী হিসেবে রেজা কিবরিয়ার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে রইলেন সুজাত মিয়া। হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এই তথ্য দিয়েছেন।

আরো পড়ুন:

বেশকিছু দিন ধরেই সুজাত মিয়ার মনোনয়নপত্র প্রত্যাহারের গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানও তার সঙ্গে কয়েক দিন আগে কথা বলেছেন। তখন আলোচনায় আসে শেখ সুজাত জেলা বিএনপির সভাপতি হচ্ছেন।

এমন আশ্বাসে শেখ সুজাত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন বলে বলাবলি হলেও তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুজাত মিয়া হবিগঞ্জের চারটি আসনের মধ্যে বিএনপির একমাত্র বিদ্রোহী প্রার্থী। 

জামায়াত প্রার্থীসহ হবিগঞ্জে চানজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শেষ দিনে। তারা হলেন: হবিগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নোমান আহমদ সাদিক, হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান, হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মো. মোকাম্মেল হোসেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা আরেফীনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই ও আপিল শেষে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে চার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়