‘আ.লীগের যারা অপরাধ করেননি, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের’
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশাল–৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘‘আওয়ামী লীগ যারা করেন, সরকার তাদের নাগরিকত্ব বাতিল করেনি। শুধু দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি অন্যায় না করেন এবং কোনো মামলা না থাকে, তাহলে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের।’’
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘‘দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।’’
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, ‘‘আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন। আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখব। বরিশাল অঞ্চলের উন্নয়ন, নদী ভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করব।’’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনে দলটির প্রার্থী মুফতি এসহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ বরিশাল মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।
ঢাকা/পলাশ/রাজীব