সমাবেশ মঞ্চে নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের নামাজ আদায়
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সমাবেশ চলাকালে মাগরিবের আজান হলে নেতাকর্মীদের নিয়ে মঞ্চেই নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনি জনসভায় সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়।
নামাজ শেষে তারেক রহমান বক্তব্য দেওয়ার আগে হবিগঞ্জের চারটি নির্বাচনী আসনের প্রার্থী হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলকে উপস্থিত সকলের মধ্যে পরিচয় করিয়ে দেন।
সভায় বিএনপি নেতা ইসলাম তরফদার তনুর পরিচালনায় ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের সভাপতিত্বে কেন্দ্রীয়, বিভাগীয় ও হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঢাকা/মামুন/রাজীব