কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ
কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে তাকে গুলি করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুই ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি হাসান মোল্লার পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করেছেন।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেছেন, বিএনপি নেতাকে গুলি করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঢাকা/শিপন/রফিক