ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ ফজলুর রহমান 

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৯, ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ ফজলুর রহমান 

অ্যাডভোকেট ফজলুর রহমান

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অ্যাডভোকেট ফজলুর রহমান। তার শরীরে প্রচন্ড জ্বর আসে। দ্রুত তাকে নিকটস্থ ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। হাসপাতালে ভর্তির পর পরীক্ষা করে শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। 

ফজলুর রহমান শঙ্কামুক্ত কি না, এ প্রশ্নের জবাবে ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, “সেটা এখনই বলা যাচ্ছে না। আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।”

ঢাকা/রুমন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়