ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধ্যরাতে ভৈরবের জনসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

রুমন চক্রবর্তী, কিশোরগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩২, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ০২:৫৩, ২৩ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ভৈরবের জনসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: রাইজিংবিডি।

মধ্যরাতে মঞ্চে উঠলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; তার আগেই জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে; ধানের শীষের স্লোগানে রাতের নিস্তবদ্ধতা কেটে তখন মুখর কিশোরগঞ্জের ভৈরবের পৌর স্টেডিয়াম মাঠ, যেন তিল ধারণের ঠাঁই নেই।

রাতের বাধা কাটিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের উদ্দেশে কথা বলা শুরু করলেন তারেক রহমান। আহ্বান রাখলেন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার। সে জন্য তিনি ভোটারদের তাহাজ্জুদের নামাজ আদায় করে প্রস্তুত হওয়ার আহ্বান রেখে বললেন, “ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে গিয়ে লাইন দিতে হবে।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর স্টেডিয়াম মাঠের জনসভায় বক্তব্য দেওয়া শুরু করেন তারেক রহমান। ওই রাতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।


 বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে এই আহ্বান রেখে বিএনপি চেয়ারম্যান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের অধিকার প্রতিষ্ঠাতা করতে হবে।”

তিনি বলেন, “ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ১৫ বছর। মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, গুম করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে; ভোটের অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে। এবারো একটি দলের ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্র হচ্ছে মহিলাদের, মা-বোনদের আইডি কার্ডের নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে।”

তারেক রহমান বলেন, “ একাত্তর সালে যারা মা-বোনের সম্মানহানী করেছে, তারা এই কাজগুলো করছে পত্রিকায় খবর উঠেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমি যাদের দায়িত্ব দিয়েছি জেলায়, তাদেরকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দেশ গড়ার শপথ নিতে হবে।”

“যতবার ধানের শীষ নির্বাচিত হয়েছে, জনগণের ভাগ্য বদল হয়েছে। তাই ১২ তারিখে ধানের শীষে সিল মারতে হবে; এই সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। দুস্থ পরিবারের সহযোগিতা করার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিএনপি কাজটা করবে নির্বাচিত হলে। মা-বোনদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে।”

বক্তব্য শেষে তারেক রহমান মঞ্চে বসা কিশোরগঞ্জ ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে তাদের জন্য ধানের শীষে ভোট চান।

জনসভার সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

এই জনসভাকে ঘিরে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীসহ কিশোরগঞ্জের ১৩ উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তাই তো গভীর রাতেও জনসমুদ্রে ভাটা দেখা যায়নি।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়