তারেক রহমানের সঙ্গে দেখা হলো না জুলাই শহীদের পিতার
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জুলাই শহীদ ইমরানের বাবা ছোঁয়াব মিয়া ব্রাহ্মণবড়িয়ার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন জুলাই শহীদের পিতা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জুলাই শহীদ ইমরানের বাবা ছোঁয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। জুলাই গণঅভ্যুত্থানে নারায়গঞ্জে শহীদ হন ইমরান।
নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, “সরাইলের কুট্টাপাড়া মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে নাসিরনগর থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ছোঁয়াব মিয়া। ধরন্তী এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষের প্রার্থী এম এ হান্নান বলেন, “জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছিলেন, জুলাই-অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে আজ (বৃহস্পতিবার) সরাইল কুট্টাপাড়ায় দলের চেয়ারম্যান পরিচিত হবেন। সে কারণে আমি ছোঁয়াব মিয়াকে খবর দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।”
ঢাকা/পলাশ/রাসেল