ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি দেবেন পোস্টাল ব্যালটে ভোট

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২৩ জানুয়ারি ২০২৬  
কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি দেবেন পোস্টাল ব্যালটে ভোট

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ৬০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রথমবারের মতো এই প্রক্রিয়ায় কারাগারে থেকে নিজ নিজ সংসদীয় আসনের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। বর্তমানে কারাগারটিতে প্রায় এক হাজার বন্দি থাকলেও তাদের মধ্যে ৬০ জন এই সুযোগ গ্রহণ করছেন।

আরো পড়ুন:

কুষ্টিয়া জেলা কারাগার সূত্রে জানা গেছে, নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ৬০ জন সাজাপ্রাপ্ত আসামি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বাকি বন্দিরা নিবন্ধন না করায় কেবল এই ৬০ জনই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

কুষ্টিয়ার জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‍“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ৬০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। তারা সবাই সাজাপ্রাপ্ত আসামি। এই কারাগারে ধারণক্ষমতা ৬০০ হলেও বর্তমানে প্রায় এক হাজার বন্দি রয়েছেন।” 

এবারের সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়